আবনা : ইরাকের আল আনবারের প্রাদেশিক পরিষদের প্রধান সাবা কারহুত বলেছেন, উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল ২০১৩ সালের শেষের দিকে ওই প্রদেশে হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ছয় হাজার নিরীহ লোককে হত্যা করেছে। বার্তা সংস্থা আল-ইয়াউম আস্ সাবা এ খবর দিয়েছে।
ইরাকের এ কর্মকর্তা আরো বলেছেন, আইএসআইএল ফালুজার পূর্বাঞ্চলীয় আল কারামে শহরে প্রায় এক হাজার এবং খোদ ফালুজা শহরে দেড় হাজার লোককে হত্যা করেছে। তিনি আরো বলেছেন, রামাদির পূর্বাঞ্চল দখল করার পর আইএসআইএল সেখানকার এক হাজারের বেশি উপজাতিকে হত্যা করে। এরপর তারা ওই এলাকার উপজাতি নেতা শেখ হাতেম আব্দুর রাজ্জাককে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
ইরাকের আল আনবারের প্রাদেশিক পরিষদের প্রধান বলেন, আইএসআইএল এ প্রদেশের পশ্চিমাঞ্চলেও প্রায় এক হাজার লোককে হত্যা করেছে। রামাদির উত্তর, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলেও তারা একই ধরনের পাশবিকতা চালিয়েছে।#
source : abna