আবনা : আমেরিকার অ্যারিজোয়ানা অঙ্গরাজ্যের টেম্পি শহরের একটি মসজিদে সমবেত হয়ে বিভিন্ন ধর্মের নেতারা উগ্র বর্ণবাদী ও ইসলাম বিদ্বেষী গোষ্ঠীর পবিত্র কুরআন অবমাননার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
ইন্টারনেট ভিত্তিক সংবাদ সংস্থা ‘এবিসি-15’-এর উদ্ধৃতি দিয়ে আজ ইরানের ইকনা বার্তা সংস্থা এ খবর দিয়েছে। খবরে আরো বলা হয়েছে, গত সপ্তাহে চরম ইসলাম বিদ্বেষী হিসেবে পরিচিত ড্যান স্যাকসুনের নেতৃত্বে বর্ণবাদী একটি গ্রুপের সদস্যরা মসজিদের সামনে পবিত্র কুরআনের পাতা ছিঁড়ে ফেলে এর প্রতি অবমাননা করে। ড্যান স্যাকসুন উস্কানিমূলক ও ঔধত্যপূর্ণ বক্তব্যে বলেছেন, এটাই বাক স্বাধীনতা-সেটা ঘৃণা প্রকাশের মাধ্যমে হোক কিংবা ভালোবাসা প্রকাশের মাধ্যমে হোক। তার এ ধরণের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে সেখানকার শিক্ষার্থীরা।
পবিত্র কুরআন অবমাননার এ ঘটনার পর বিভিন্ন ধর্মের নেতারা অ্যারিজোনা প্রদেশে ওই শহরের মসজিদ ও ইসলামী কেন্দ্রে সমবেত হয়ে এর নিন্দা জানান। তারা সবাই মুসলমানদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।#
source : abna