২১ এপ্রিল (রেডিও তেহরান): ইয়েমেনে সৌদি বিমান হামলা অব্যাহত রয়েছে। আজকের হামলায় অন্তত ২৪ জন নিহত ও বহু লোক আহত হয়েছে। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় ‘ইব’ শহরের আদ-দালিল এলাকায় জঙ্গি বিমান থেকে বোমা ফেলা হয়েছে। এর ফলে অন্তত ২৪ জন নিহত নিহত হয়েছে। ইব ও ধামারের মধ্যে সংযোগ স্থাপনকারী একটি সেতুও ধ্বংস করেছে আগ্রাসী বাহিনী। তায়িজ প্রদেশে ত্রাণ সরবরাহের জন্য এ সেতুটি ব্যবহার করা হচ্ছিল।
এছাড়া সৌদি বিমান হামলায় রাজধানী সানায় অবস্থিত সুদানি দূতাবাস ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সে সময় দূতাবাস ভবনে কেউ ছিল না।
এদিকে, সৌদি আরব ইয়েমেনে দুর্বল ইউরেনিয়াম ব্যবহার করছে বলে লেবাননের সামরিক বিশেষজ্ঞ ড. আমিন হুতিত জানিয়েছেন। তিনি বলেছেন- এটি হচ্ছে নিষিদ্ধ অস্ত্র এবং এ অস্ত্র ব্যবহার করা যুদ্ধাপরাধের শামিল।
ইয়েমেনের বিপ্লবী সংগঠন ‘আনসারুল্লাহ’-র মুখপাত্র শারাফ লুকমান সৌদি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হতে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। সৌদি আরব আবাসিক এলাকাগুলোতে হামলা চালিয়ে নিরপরাধ মানুষ হত্যা করছে বলে তিনি জানান।
source : abna