আবনা : সৌদি শাহজাদা তালাল বিন আবদুল আজিজ বলেছেন, ইয়েমেনে বিমান হামলা চালানোর সময় প্রত্যেক বোমা নিক্ষেপের জন্য রিয়াদের রাজ-সরকারের কাছে ৭ হাজার ৫০০ ডলার চেয়েছে ভাড়াটে বিদেশী পাইলটরা।
জার্মানির ফক্স চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তালাল এই তথ্য জানান। তিনি ইয়েমেন যুদ্ধে ইরানকে হুমকি দেয়া ও উস্কে দেয়ার মত হঠকারি কাজ না করতে মিত্র দেশগুলোকে পরামর্শ দিয়েছেন। ইরানকে উস্কানি দেয়া হলে বা ক্ষেপিয়ে দেয়া হলে '(আরব সরকারগুলো) নিজেদের জন্য জাহান্নামের দরজা খুলে দিবে' বলে তালাল হুঁশিয়ারি দিয়েছেন।
তালাল বলেছেন, ইরানি সেনারা ২৪ ঘণ্টার মধ্যে সৌদি আরবকে ধ্বংস করে দিতে পারে।
তিনি আরও বলেছেন, "মার্কিন, ইসরাইলি, পাকিস্তানি ও মিশরীয় বেতনভোগী পাইলটরা ইয়েমেনে প্রতিটি বোমা নিক্ষেপের বিনিময়ে তাদেরকে ৭ হাজার ৫০০ ডলার দেয়ার দাবি জানাচ্ছিলেন এবং তারা সৌদি আরবকে গাধা বানিয়েছে।"
অবশ্য প্রভাবশালী এই সৌদি প্রিন্স তার এই বক্তব্য পরে অস্বীকার করেছেন বলে কোনো কোনো সূত্র জানিয়েছে।
ইয়েমেনে সৌদি অভিযানের বিরোধী এই শাহজাদা বলেছেন, সৌদি সেনারা ইয়েমেনি সেনাদের হাতে মারা পড়ার ভয়ে পালিয়ে যাচ্ছে।
এদিকে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থার গুদামে সৌদি বিমান হামলার ঘটনাকে যুদ্ধাপরাধ বলে নিন্দা জানিয়েছে।
ওদিকে সৌদি হামলা অব্যাহত থাকা সত্ত্বেও ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে বিপ্লবী ও সরকারি সেনাদের যৌথ বাহিনীর অগ্রাভিযান অব্যাহত রয়েছে।#
source : abna