২ মে (রেডিও তেহরান): সৌদি আরবের একটি নজরদারি ড্রোন বা চালকবিহীন বিমানকে আটক করেছেন ইয়েমেনের আনসারুল্লাহ যোদ্ধারা। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সা’দায় ওই ড্রোনকে আটক করা হয়। ইয়েমেন থেকে পাওয়া খবরে বলা হয়েছে, কারিগরি ক্রুটির কারণে প্যারাস্যুট দিয়ে নেমে আসতে বাধ্য হলে ড্রোনটিকে আটক করে হুথি যোদ্ধারা।
২ মে (রেডিও তেহরান): সৌদি আরবের একটি নজরদারি ড্রোন বা চালকবিহীন বিমানকে আটক করেছেন ইয়েমেনের আনসারুল্লাহ যোদ্ধারা। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সা’দায় ওই ড্রোনকে আটক করা হয়।
ইয়েমেন থেকে পাওয়া খবরে বলা হয়েছে, কারিগরি ক্রুটির কারণে প্যারাস্যুট দিয়ে নেমে আসতে বাধ্য হলে ড্রোনটিকে আটক করে হুথি যোদ্ধারা।
ইয়েমেনের মানবিক পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটা সত্ত্বেও দেশটির বিরুদ্ধে ভয়াবহ বিমান আগ্রাসন চালিয়ে যাচ্ছে সৌদি আরব।
এদিকে, মা'রিব প্রদেশে হুথি যোদ্ধাদের অভিযানে আল-কায়েদার অনেক সন্ত্রাসীকে নিহত হয়েছে। এ ছাড়া, সন্ত্রাসীদের অনেকগুলো ঘাঁটিও ধ্বংস করে দিয়েছেন হুথি যোদ্বারা।#
রেডিও তেহরান/সমর/২
source : irib.ir