আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : ইয়েমেনে সৌদি আগ্রাসনের বিষয়ে বিশ্ব মানবাধিকার সংস্থাগুলোর রহস্যজনক নিরবতায় ক্ষোভ প্রকাশ করেছে ইসলামি শিক্ষা কেন্দ্র, খুলনার অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভি।
ইসলামি শিক্ষা কেন্দ্র থেকে প্রকাশিত বিবৃতি :
বিসমিল্লাহির রহমানির রহিম
নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কিরূপ।-সূরা আশ শো'আরা-২২৭
সম্প্রতি যুদ্ধকবলিত ইয়েমেনের ব্যাপারে বিশ্বের মানবাধিকার সংস্থাগুলোর অনাকাঙ্খিত নিরবতা এবং ইয়েমেনের নিপীড়িত জনগণের সাহায্যে এগিয়ে না আসা, মানবাধিকার সংস্থাগুলোর ওপর অবিশ্বাস ও আস্থাহীনতা সৃষ্টি করেছে।
আমি অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, আলে-সাউদ ও তার মিত্ররা ইয়েমেনের গরীব ও নিপীড়িত জনগণের ওপর নির্বিচারে আক্রমণ চালিয়ে হাজার হাজার নির্দোষ ও নিরপরাধ মানুষকে হত্যা করে চলেছে অথচ বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো এ হত্যাকান্ডের কোন প্রতিবাদ না করে রহস্যজনকভাবে নিরবতা পালন করছে যা অত্যন্ত লজ্জাজনক এবং অত্যাচারী ও আগ্রাসী শক্তির পক্ষাবলম্বন ছাড়া অন্য কিছু নয়।
মানবিক কারণে ইসলামী প্রজাতন্ত্র ইরান ঔষধ ও খাদ্যসামগ্রী ইয়েমেনের জনগণের সাহায্যার্থে পাঠানোর ক্ষেত্রেও প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে যা একটি অমানবিক, ঘৃণ্য ও নিন্দনীয় অপরাধ। বিশ্বের সকল মুসলমানকে সম্মিলিতভাবে আলে-সাউদ ও তার দোসরদের এ আচরণ অনতিবিলম্বে কঠোর হস্তে প্রতিহত করা উচিত।
ইয়েমেনের নিপীড়িত জনগণের ওপর আলে-সাউদ ও তার দোসরদের এ বর্বোরোচিত আক্রমণ ও মানবাধিকার সংস্থাগুলোর নিরবতা ও পরোক্ষ পক্ষাবলম্বনের তীব্র নিন্দা জানানো আমার দায়িত্ব ও কর্তব্য বলে মনে করি।
সৈয়দ ইব্রাহীম খলীল রাজাভী
অধ্যক্ষ, ইসলামী শিক্ষাকেন্দ্র,
সভাপতি, আহলে বাইত (আ.) ফাউন্ডেশন,
১২, আলতাপোল লেন, খুলনা।
source : abna