আবনা : নেপালে ভূমিকম্পের সাত দিন পর ১০১ বছর বয়সী এক বৃদ্ধকে ধ্বংসস্তুপের নীচ থেকে উদ্ধার করা হয়েছে। আজ (রোববার) দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। নোয়াকোট জেলার পুলিশ কর্মকর্তা অরুন কুমার সিং বলেছেন, ফুনচু তামাং নামের ওই বৃদ্ধকে গতকাল উদ্ধারের পর জেলার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
তিনি হাতে ও পায়ের গোড়ালিতে আঘাত পেয়েছেন বলে জানানো হয়েছে। নোয়াকোট জেলা রাজধানী কাঠমাণ্ডু থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত।
এদিকে, আজ (রোববার) সিন্ধুপালচক জেলা থেকে তিন মহিলাকে জীবিত উদ্ধার করা হয়েছে। সরকার জীবিত উদ্ধারের আশা আনুষ্ঠানিকভাবে ছেড়ে দেয়ার পর তাদের উদ্ধার করা হলো। ওই তিন মহিলা মূল ভূমিকম্পের সময় আটকা পড়েছিলেন নাকি পরবর্তী কোনো ভূকম্পনের সময় চাপা পড়েছিলেন তা স্পষ্ট নয়।
গত ২৫ এপ্রিল নেপালে ৭.৮ মাত্রার ভূমিকম্প হয়। এর ফলে এ পর্যন্ত সাত হাজার মানুষ নিহত হয়েছে। #
source : abna