৫ মে (রেডিও তেহরান) : সিরিয়ার সরকারি সেনাদের হামলায় ইদলিব শহরের উপকণ্ঠে নিহত বহু সন্ত্রাসীর মধ্যে তুরস্ক ও ইহুদিবাদী ইসরাইলের কয়েকজন গোয়েন্দা কর্মকর্তার লাশ পাওয়া গেছে।
সিরিয়ার সরকারি সেনা-সূত্র জানিয়েছে, সিরিয়ার সরকারি সেনারা ইদলিব শহরের উপকণ্ঠে সন্ত্রাসীদের গতিবিধির ওপর নজর রাখছিল এবং তারা সুযোগ বুঝে উপযুক্ত সময়ে সন্ত্রাসীদের ওপর হামলা চালালে ২০০’রও বেশি বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসী নিহত হয়।
সিরিয় সেনারা মেশিনগান সজ্জিত ৩৫টি সাঁজোয়া যান ও আরোহীসহ তিনটি ট্যাংকও এই অভিযানে ধ্বংস করেছে। সিরিয়ার সরকারি বাহিনী ইদলিব অঞ্চলে স্থল-অভিযানের পাশাপাশি বিমান হামলাও চালালে অপ্রস্তুত সন্ত্রাসীরা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়।
ওয়াহাবি-তাকফিরি সন্ত্রাসীরা ইদলিব শহরটি ঘেরাও করে রেখেছে। এ অঞ্চলে এখনও সংঘর্ষ চলছে।
কয়েকদিন আগেও ইদলিবের উপকণ্ঠে লেবাননের হিজবুল্লাহর মুজাহিদদের সহায়তাপুষ্ট সরকারি সেনাদের অভিযানে বহু সন্ত্রাসী নিহত হয়। নিহতদের মধ্যে ফ্রি সিরিয়ান আর্মির অন্যতম কমান্ডার রিয়াদ আল আসআদও রয়েছে।
সম্প্রতি মার্কিন সরকার ও তুরস্ক সিরিয়ায় আসাদ সরকারের অনুগত সেনাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সন্ত্রাসীদেরকে তুরস্কের মাটিতে প্রশিক্ষণ দেয়ার নতুন পদক্ষেপ নিয়েছে। এ লক্ষ্যে ১০০’রও বেশি মার্কিন সামরিক বিশেষজ্ঞ তুরস্কে প্রবেশ করবে বলে কথা রয়েছে।
source : irib.ir