আবনা : কোনো ধরনের হুমকির মুখে ইরান পাশ্চাত্যের সঙ্গে পরমাণু আলোচনা করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।
আজ (বুধবার) তেহরানে শিক্ষকদের এক সমাবেশে দেয়া ভাষণে ইরানের বিরুদ্ধে আমেরিকার সাম্প্রতিক সামরিক হামলার হুমকি প্রত্যখ্যান করে আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান যেকোন আগ্রাসনের কড়া জবাব দেবে। তিনি বলেন,পরমাণু আলোচনা ইরানের তুলনায় আমেরিকারই বেশি প্রয়োজন।
পরমাণু আলোচনায় ইরানের দেয়া ‘রেড লাইন’অতিক্রম না করতে এবং প্রতিপক্ষের কোনো ধরনের হুমকি বা চাপিয়ে দেয়া নীতির ফাঁদে পা না দিতে সর্বোচ্চ নেতা ইরানে পরমাণু আলোচক দলের প্রতি আহ্বান জানান।
এছাড়া, ইয়েমেনের উপর সৌদি বাহিনীর আগ্রাসনের নিন্দা জানিয়ে সর্বোচ্চ নেতা বলেন, এই হামলা অযৌক্তিক। ইয়েমেনে সৌদি আগ্রাসনের প্রতি আমেরিকার সমর্থনের নিন্দা জানিয়ে সর্বোচ্চ নেতা বলেন,ইয়েমেনের মতো একটি দুর্বল আরব রাষ্ট্রের ওপর আগ্রাসন চালাতে সৌদি বাহিনীকে সব ধরনের সামরিক ও গোয়েন্দা সহযোগিতা দিয়ে যাচ্ছে আমেরিকা।
সৌদি বাহিনীর পক্ষ থেকে ইয়েমেনে ইরানের ত্রাণবাহী বিমানের গতিরোধ করা প্রসঙ্গে তিনি বলেন, ইয়েমেনে কেবলমাত্র ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠাতে চেয়েছিল ইরান। তিনি আরো বলেন, ইয়েমেনি জনগণের ইরানি অস্ত্রের প্রয়োজন নেই।#
source : abna