আবনা : ইয়েমেনে বর্বর সামরিক আগ্রাসন চালিয়ে লক্ষ্য হাসিল করতে ব্যর্থ হয়েছে সৌদি আরবের আলে সৌদ সরকার। এ কথা বলেছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।
গতকাল (মঙ্গলবার) টেলিভিশনে দেয়া এক বক্তৃতায় নাসরুল্লাহ বলেন, সৌদি আরব ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে যেমন ক্ষমতায় ফেরাতে পারে নি তেমনি জনপ্রিয় আনসারুল্লাহ কমিটি ও সেনাবাহিনীকে প্রতিরোধ করতে পারে নি। এছাড়া, ইয়েমেনে হামলার বিষয়ে সৌদি সরকার কোনো বৈধতা অর্জন করতে পারে নি বলেও উল্লেখ করেন হিজবুল্লাহ মাহসচিব।
ইয়েমেনে সৌদি সরকার বিজয়ী হয়েছে বলে যে দাবি করেছে তার প্রতিক্রিয়ায় হাসান নাসরুল্লাহ বলেন, রিয়াদের এই মিথ্যা প্রচারণা আরব বিশ্ব গ্রহণ করে নি। তিনি আরো বলেন, “একজন আরব নাগরিক হিসেবে আমি নিজেই ইয়েমেনে সৌদি সরকারে অর্জিত লক্ষ্য সম্পর্কে তথ্য চাই।” তিনি বলেন, সৌদি সরকার কর্তৃত্ব প্রতিষ্ঠার উদ্দেশ্য নিয়ে ইয়েমেনের ওপর আগ্রাসন চালিয়েছে।
সৌদি আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনি জনগণের প্রতিরোধের প্রশংসা করে হিজবুল্লাহ মহাসচিব বলেন, আলে সৌদ সরকার ইয়েমেনের জনগণকে দুর্বল করতে পারবে না বরং দেশটির জনগণই বিজয়ী হবে। ইয়েমেনে মানবিক ত্রাণ পৌঁছানোর বিষয়ে সৌদি আরবের বাধা দেয়ারও তীব্র সমালোচনা করেন হাসান নাসরুল্লাহ।#
source : abna