আবনা : সৌদি বিমান বাহিনী আজ (বৃহস্পতিবার) ইয়েমেনের রাজধানী সানআ ও উত্তরাঞ্চলীয় প্রদেশ সাদায় বোমা হামলা চালিয়েছে। সাদার ফাজ আত্তানে তিন বার ও শহরতলীগুলোতে ৯ বার হামলা চালায় সৌদি বিমান।
সাদা ও হাজ্জা সীমান্ত অঞ্চলে সৌদি বিমান ১০০রও বেশি বোমা ও রকেট নিক্ষেপ করে। আল হাদিদ আন্তর্জাতিক বিমান বন্দরেও ৭ বার হামলা চালায় সৌদি বিমান। সাদার বাজারে সৌদি বোমা হামলায় ৪ জন আহত হয়।
এদিকে সৌদি সরকার ইয়েমেনিদের পাল্টা হামলা জোরদারের প্রেক্ষাপটে ৫ দিনের জন্য যুদ্ধ-বিরতির প্রস্তাব দিয়েছে। রিয়াদে সৌদি ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর এক বৈঠকের পর এই প্রস্তাব দেয়া হয়েছে। মানবিক সাহায্য ও ত্রাণ সরবরাহের সুযোগ দেয়ার জন্যই এই প্রস্তাব দেয়া হয়েছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আয যুবাইর জানান। তবে ইয়েমেনের আনসারুল্লাহ এই প্রস্তাব মেনে নিলে তবেই তা কার্যকর করা হবে বলে তারা জানান।
যুদ্ধ-বিরতির সম্ভাব্য তারিখ বা সময় সম্পর্কে কিছু জানাননি তারা।
ইয়েমেনিদেরকে তাদের দেশের ব্যাপারে সৌদি সমাধান মেনে নিতে হবেই বলে জন কেরি উল্লেখ করেন।
বিশ্লেষকরা বলছেন, ইয়েমেনে সৌদি আরবের নির্বিচার বোমা হামলা চলতে থাকা সত্ত্বেও দেশটির বিভিন্ন অঞ্চলে আনসারুল্লাহর বাহিনীসহ স্বেচ্ছাসেবী ও সরকারি সশস্ত্র বাহিনী নিয়ে গঠিত সম্মিলিত বাহিনীর অগ্রযাত্রা অব্যাহত থাকায় এবং আল-কায়দার মোকাবেলায় জনপ্রিয় এইসব বাহিনীর বিজয় অব্যাহত থাকায় সৌদি সরকার ও তার পশ্চিমা মনিবদের মধ্যে দুশ্চিন্তা ক্রমেই বাড়ছে। এ অবস্থায় বিশ্ব-জনমতকে ধোঁকা দেয়ার জন্য মানবিক সাহায্যের নামে ইয়েমেনের বিপ্লবীদের ওপর যুদ্ধ-বিরতি চাপিয়ে দিতে চাইছে বলদর্পী শক্তিগুলো।
source : abna