আবনা : সৌদি আরবের বর্বর বিমান হামলার জবাব দেয়ার বিষয়ে সব ধরনের অধিকার রয়েছে যুদ্ধকবলিত ইয়েমেনের। ইরানের প্রেস টিভির সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন আমেরিকার ‘স্টপ ইমপেরিয়ালিজম ডট কম’র প্রতিষ্ঠাতা এরিক ড্রেইস্টার।
ইয়েমেনের ওপর সৌদি আরবের চলমান আগ্রাসনের বিষয়ে ড্রেইস্টারের সাক্ষাৎকার নেয়া হয়। এতে তিনি বলেন, সৌদি হামলার বিরুদ্ধে ইয়েমেনের হুথি আন্দোলনের জবাব দেয়ার কোনো অধিকার নেই -এমন ধারণা অত্যন্ত নিষ্ঠুর এবং সম্পূর্ণ নীতিবিগর্হিত। কারণ সমস্ত আন্তর্জাতিক আইনে আত্নরক্ষার বিষয়টি স্বীকৃত এবং বিদেশী আগ্রাসী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সুযোগ রয়েছে।
মার্কিন আলোচক ড্রেইস্টার আরো বলেন, ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি সৌদি আরব ও আমেরিকার সমর্থনে ক্ষমতায় বসেছিলেন। তাকে শুধুমাত্র এ দুটি দেশই বৈধতা দিয়েছিল। মানসুর হাদিকে আবার ক্ষমতায় বসিয়ে সৌদি আরব মধ্যপ্রাচ্য অঞ্চলে তার কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন ড্রেইস্টার।#
source : abna