আবনা : সিরিয়ার কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা কালামুন থেকে বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদেরকে বিতাড়িত করেছে দেশটির সরকারি সেনারা। সন্ত্রাসীদের বিরুদ্ধে সামরিক অভিযানে সিরিয়ার সেনাদের সহায়তা দিচ্ছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
রাজধানী দামেস্কের পাশেই অবস্থিত কালামুন এলাকা এবং এর সঙ্গে লেবাননের সীমান্ত রয়েছে।
শনিবার যৌথ বাহিনী কালামুনের জিবা ব্যারেন্স জেলায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং সেখানে বেশ কয়েকটি বিস্ফোরক বোঝাই গাড়ি ধ্বংস করা হয়। এসব বিস্ফোরক নিয়ে লেবাননের ভেতরে হামলার পরিকল্পনা করেছিল সন্ত্রাসীরা।
হিজবুল্লাহ যোদ্ধা ও সিরিয়ার সেনারা কালামুনের কৌশলগত গুরুত্বপূর্ণ একটি ক্রসিং পয়েন্টের ওপরও নতুন করে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এ ক্রসিং পয়েন্টের সঙ্গে সম্প্রতি মুক্ত হওয়া আসাল আল-ওয়ার্দ এলাকার সংযোগ রয়েছে।
এদিকে, গত কয়েকদিনে সিরিয়ার সেনারা উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিসর আল-শুগার শহরের দিকে এগিয়ে গেছে। রাজধানী দামেস্ক থেকে ৩৩০ কিলোমিটার দূরে এ শহরের অবস্থান এবং সেখানকার একটি হাসপাতালে ২৫০ জন সেনা ও তাদের পরিবার আটকা পড়েছে। সরকারি সেনারা তাদের উদ্ধারের জন্য এগিয়ে যাচ্ছে।#
source : abna