আবনা : নিউ ইয়র্কের একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে প্রচণ্ড বিস্ফোরণের খবর পাওয়া গেছে। নিউ ইয়র্কের ইন্ডিয়ানা পয়েন্ট পরমাণু কেন্দ্রে এ বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পর বিদ্যুৎ কেন্দ্রটির ক্ষতিগ্রস্ত অংশ নিরাপদে বন্ধ করে দেয়া হয়েছে বলে দাবি করেছে কেন্দ্রটি পরিচালনার দায়িত্বে নিয়োজিত এনটারজি কর্পোরেশন।
নিউ ইয়র্ক নগরী থেকে ৬১ কিলোমিটার দূরে হাডসন নদীর পূর্ব তীরে কেন্দ্রটি অবস্থিত। এনটারজি কর্পোরেশনের এক মুখপাত্র বলেছেন, ট্রান্সফরমারে আগুন ধরে গিয়েছিল তা নিভানো হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রের পরমাণু চুল্লির কোনো ক্ষতি হয় নি বলেও দাবি করেন তিনি। গ্রিনিচ মান সময় শনিবার ২২০০ টার সময়ে এ কেন্দ্রের ৩ নং ইউনিটে অগ্নিকাণ্ড ঘটে। কিন্তু কেন্দ্রটির ২ নং ইউনিট চালু রয়েছে বলে জানান এ মুখপাত্র।
এ ছাড়া, পরমাণু চুল্লি থেকে ৯০ থেকে ১২০ মিটার দূরে অবস্থিত ট্রান্সফরমারে কেন গোলযোগ দেখা দিয়েছিল সে তথ্য এখনো পাওয়া যায় নি বলে দাবি করেন এ মুখপাত্র।
স্থানীয় অধিবাসীরা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। আতংকিত অধিবাসীরা কেন্দ্রটির ওপর ২০০ মিটার দীর্ঘ অগ্নিকুণ্ডলিও দেখতে পেয়েছেন।#
source : abna