১৬ জানুয়ারি (রেডিও তেহরান):সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অনুষ্ঠিত হলো ভেষজ উপাদান দিয়ে হাতে তৈরি কুরআন প্রদর্শনী। ইসলামিক আর্টস অ্যান্ড ক্যালিগ্রাফি কোম্পানি 'হেডেম আর্টস' এই প্রদর্শনীর আয়োজন করে। বিশ্বে এটাই হাতে তৈরি প্রথম হারবাল কুরআন প্রদর্শনী।
তুর্কি ইউনানি চিকিৎসক হামদি তাহের প্রায় ২০০টি ভেষজ উপাদান ব্যবহার করে এই পবিত্র গ্রন্থটি তৈরি করেছেন। কুরআন শরিফটি প্রস্তুত করতে তাঁর ২২ বছর সময় লেগেছে। ১৯৫৭ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত তিনি এ কাজে সময় দেন।
হারবাল ক্রিম দিয়ে লেখা এই কুরআন শরিফের পৃষ্ঠাসংখ্যা ৬০৬। এর ওজন সাড়ে সাত কেজি। কুরআন শরিফটির বর্ণ, অধ্যায়ের নাম, শিরোনাম, পৃষ্ঠার নম্বর,বর্ডার সজ্জিত করা ইত্যাদি সবকিছুই করা হয়েছে হারবাল ক্রিম দিয়ে।
যে হারবাল কাগজ এতে ব্যবহার করা হয়েছে, তাতে অনেক চিকিৎসা উপাদান রয়েছে। যার ফলে একজন পাঠক যখন এই কুরআন শরিফের পৃষ্ঠায় আঙুল চালাবেন, কোনো শব্দের ওপর কিংবা আয়াতের ওপর আঙুল দিয়ে স্পর্শ করবেন তখন তিনি স্বাস্থ্যগত দিক থেকে উপকৃত হবেন। হেডেম আর্টস জানিয়েছে এই কুরআনে যে হার্বাল যৌগটি ব্যবহার করা হয়েছে তা ইউনানি চিকিৎসা পদ্ধতিতে বিভিন্ন ধরনের বিচি, ফল, পাতা ও গাছের মূল দিয়ে তৈরি করা হয়েছে।
দুবাইতে গত ৭ ডিসেম্বর থেকে এই হার্বাল কুরআন প্রদর্শনী শুরু হয়ে চলেছে ১১ ডিসেম্বর পর্যন্ত।#
source : irib.ir