১৫ মে (রেডিও তেহরান): ইয়েমেনে নৃশংস হত্যাকাণ্ড চালাচ্ছে তারাই যারা নিজেদের হারামাইন শরিফাইনের খাদেম বলে মনে করে।
তেহরানের জুমার নামাজের খতিব ইয়েমেনের মুসলমানদের ওপর সৌদি হামলার নিন্দা জানিয়ে আরও বলেন, এ হামলায় যুক্তরাষ্ট্রসহ যেসব পশ্চিমা দেশ সৌদি আরবকে মদদ দিচ্ছে তারা মুখে মানবাধিকারের বুলি আওড়ালেও ইয়েমেনের মুসলমানদের ওপর নির্বিচার হত্যাকাণ্ডের ঘটনায় মুখে কুলুপ এঁটেছে।
আয়াতুল্লাহ মুহাম্মাদ আলি মায়াহহেদি কেরমানি আরও বলেন,যারা নিজেদের ইসলামের রক্ষক বলে দাবি করে তারাই এখন মুসলিম দেশগুলোতে ফেতনা সৃষ্টি করছে এবং মুসলমানদের হত্যা করে যাচ্ছে আর ইরান ইয়েমেনসহ আক্রান্ত দেশগুলোর মজলুম জনগণের জন্য খাদ্য ও ওষুধসহ বিভিন্ন ত্রাণ পাঠাচ্ছে। তিনি সৌদি শাসকদের মুসলমান হত্যা-নীতির বিরুদ্ধে সোচ্চার হবার জন্য সেদেশের জনগণের প্রতি আহ্বান জানান।
একইভাবে ইরাককে বিভক্ত করার মার্কিন ষড়যন্ত্রের ব্যাপারে সচেতন থাকার জন্যও সেদেশের জনগণের প্রতি আহ্বান জানান আয়াতুল্লাহ কেরমানি।#
source : irib.ir