আবনা : মিশরের পুলিশ বলেছে, গোলযোগপূর্ণ সিনাই উপদ্বীপে আজ(শনিবার) তিন বিচারককে গুলি করে হত্যা করা হয়েছে এবং তিন বিচারক গুলিতে আহত হয়েছেন। দেশটির প্রথম গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে প্রাণদণ্ড ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্
আবনা : মিশরের পুলিশ বলেছে, গোলযোগপূর্ণ সিনাই উপদ্বীপে আজ(শনিবার) তিন বিচারককে গুলি করে হত্যা করা হয়েছে এবং তিন বিচারক গুলিতে আহত হয়েছেন। দেশটির প্রথম গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে প্রাণদণ্ড ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই এ তিন বিচারককে হত্যা করা হলো।
পুলিশ বলেছে, সিনাই উপদ্বীপের ইসমাইলিয়া থেকে গাড়ি করে গোলযোগপূর্ণ শহর আল-আরিশ শহরে যাওয়ার পর তাদের ওপর এ হামলা চালানো হয়। আদালতের একটি শুনানিতে অংশ নেয়ার জন্য আল-আরিশে গিয়েছিলেন তারা।
আল-আরিশের হামলার ঘটনার পর সমগ্র মিশরে পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।#
source : abna