আবনা : মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ৬১২ বিলিয়ন ডলারের সামরিক বিল পাস করা হয়েছে। এত বিশাল বাজেটের সামরিক বিল পাস করার বিরুদ্ধে প্রেসিডেন্ট বারাক ওবামা ভেটো দেয়ার হুমকি দেয়া সত্ত্বেও প্রতিনিধি পরিষদ তা পাস করল।
বিলটি পাস করার জন্য এর পক্ষে ভোট দিয়েছেন ২৬৯ জন আর বিপক্ষে ভোট দিয়েছেন ১৫১ জন সদস্য। তবে বিরোধী রিপাবলিকান দলের সদস্যরা বিপুলভাবে বিলের পক্ষে ভোট দিয়েছেন। ক্ষমতাসীন ডেমোক্র্যাট দল বলছে, বিশাল এ বিল পাসের ফলে সামরিক খাতের বাজেটসীমা অতিক্রম করবে। দলটি বলছে, অন্য খাতে বাজেট না বাড়াতে পারলে সামরিক খাতে বাজেট বাড়ানোটা মোটেই গ্রহণযোগ্য নয়।
বিলটি পাসের পর প্রতিনিধি পরিষদের স্পিকার জন বোয়েনার বলেন, “আমাদের সেনাদেরকে তাদের কাজ করতে হবে; সে কারণে এটা তাদের পাওনা এবং প্রতিনিধি পরিষদ সেনাদেরকে তাই সরবরাহ করার চেষ্টা করেছে।” তবে ডেমোক্র্যাট দলের শীর্ষ পর্যায়ের নেতা অ্যাডাম স্মিথ বলেছেন, প্রতিনিধি পরিষদের এ পদক্ষেপের কারণে মার্কিন সেনাবাহিনীতে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে।#
source : abna