আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : ইরানের ৩২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তাজিকিস্তানী ক্বারী বলেছেন, কুরআন হচ্ছে আল্লাহর রজ্জু এবং এ ধরনের প্রতিযোগিতা মুসলমানদের ঐক্যের কারণ হবে।
ইরানি প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়ে কামরান কামেল জান বলেন : আমি এর পূর্বে ইরানের ২৮তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হেফজ বিভাগে অংশগ্রহণ করেছিলাম। এবার ক্বারায়াত বিভাগে অংশগ্রহণ করছি।
বার্তা সংস্থা আবনাকে দেয়া সাক্ষাতকারে উগ্রবাদ সম্পর্কে কুরআনের দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন : মহান আল্লাহ্ পবিত্র কুরআনে তাঁর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরতে বলেছেন। আর আল্লাহর এ রজ্জু হচ্ছে কুরআন। আর এটা হচ্ছে বিভেদ ও ফেতনা থেকে মানবজাতির মুক্তির সর্বোত্তম পথ এবং মুসলমানদের মাঝে ভ্রাতৃত্ব ও সৌহার্দপূর্ণ সম্পর্ক বৃদ্ধিকারী।
সমাজে কুরআন চর্চার প্রসারে তাজিকিস্তানের প্রচেষ্টার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন : প্রতি বছরই তাজিকিস্তানে কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে এবং অনেক ক্বারীদেরকে এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়।
তার সংযোজন : তাজিকিস্তানের রেডিও ও টিভি চ্যানেলগুলো বিশ্বের বিভিন্ন দেশের ক্বারীদের অংশগ্রহণে নানান কুরআনিক অনুষ্ঠানমালার আয়োজন ও প্রচার করে থাকে। তাজিকিস্তানী যুবকদেরকে কুরআনের প্রতি আকৃষ্ট করার ক্ষেত্রে এটা হচ্ছে অন্যতম মাধ্যম।#
source : abna