আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, কোনো বিদেশি শক্তি যদি তার দেশের নিরাপত্তা বিপদাপন্ন করতে চায় তাহলে কঠোর জবাব দেয়া হবে। শত্রুদের প্রক্সি যুদ্ধের বিরুদ্ধেও তিনি কঠোর হুঁশিয়ারি দেন। একইসঙ্গে সর্বোচ্চ নেতা বলেছেন, কোনো অবস্থাতেই বিদেশিদেরকে ইরানের সামরিক স্থাপনা পরির্দশন করতে দেয়া হবে না।
তেহরানের ইমাম হোসেইন (আ.) সামরিক একাডেমী থেকে গ্রাজুয়েট সেনা কর্মকর্তাদের ডিগ্রি প্রদান অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন।
সর্বোচ্চ নেতা বলেন, “পরমাণু আলোচনায় ছয় জাতিগোষ্ঠী প্রতিনিয়িতই নতুন নতুন কথা বলে যাচ্ছে। কিন্তু সামরিক স্থাপনা পরিদর্শনের বিষয়ে আগেই বলেছি- বিদেশিদেরকে এসব স্থাপনা পরিদর্শন করতে দেয়া হবে না।
ইরানি পরমাণু বিজ্ঞানীদের সঙ্গে দেখা করার নাম করে বিদেশিরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে চায় বলেও মন্তব্য করেন সর্বোচ্চ নেতা। ইরানের পরমাণু বিজ্ঞানীদের সঙ্গেও দেখা করার অনুমতি তিনি দেবেন না বলে সাফ জানিয়ে দেন।#
source : abna