আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : গতকাল সৌদি সীমান্তের নাজরান এলাকার একটি ঘাঁটিতে ইয়েমেনের দু’টি গোত্রের যোদ্ধাদের হামলায় অন্তত ১১ জন সৌদি সেনা নিহত এবং ১৫ জন আহত হয়েছে।
সায়াদার উত্তর-পশ্চিমে সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত ৬টি সৌদি ঘাঁটিকে লক্ষ্য করে প্রথমে ৪০টি কাটইউশা মিসাইল এবং ৫০টি রকেট ছোঁড়ে ‘আয-যাহের ও শাদ্দা’ নামক দুই গোত্রের যোদ্ধারা। এরপর তারা সীমান্তে অবস্থিত একটি সৌদি ঘাঁটির উপর হামলা চালায়।
ইয়েমেন যোদ্ধারা সৌদি ঘাঁটিতে পৌঁছানোর পূর্বেই ঘাঁটি ছেড়ে পালিয়ে যায় সৌদি সেনারা।
সৌদি আরবের কামান হামলার জবাবে এ হামলা চালালো ইয়েমেনি যোদ্ধারা। দু’দিন পূর্বেও একজন সৌদি সৈন্যকে নিজেদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল তারা।
সৌদি কর্তৃপক্ষ এ হামলার সত্যতা স্বীকার করে দাবী করেছে যে, ২ সৌদি সেনা এতে নিহত হয়েছে।
এদিকে, ঐ হামলার ভিডিও প্রচার করেছে আল-মাসিরাহ চ্যানেল।# ফারসনিউজ
source : abna