আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, বিদেশি মদদপুষ্ট আইএসআইএল সন্ত্রাসীদের বিরুদ্ধে জেগে ওঠার সময় হয়েছে। আইএসআইএল সন্ত্রাসীদেরকে সমর্থন দেয়ার জন্য তিনি সৌদি আরব, কাতার ও তুরস্ক সরকারের নিন্দা করেছেন। হাসান নাসরুল্লাহ বলেছেন, এই তিনটি দেশ ইসলামি প্রতিরোধ বিরোধী জোট গড়ে তুলেছে।
লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহ যোদ্ধা ও কমান্ডারদের এক সমাবেশে তিনি এ কথা বলেন। নাসরুল্লাহর এ ভাষণ ভিডিও লিংকের মাধ্যমে প্রচার করা হয়। সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের বিরুদ্ধে তিনি গণ-অভ্যুত্থানের ডাক দিতে পারেন বলেও জানান।
হিজবুল্লাহ মহাসচিব বলেন, তার সংগঠনের যোদ্ধারা সিরিয়ায় পূর্ণাঙ্গ যুদ্ধে লিপ্ত রয়েছে এবং এমন কিছু অর্জন করেছে যা নিয়ে দেনদরবার করা যাবে। তিনি সিরিয়ায় উগ্রবাদী আইএসআইএল সন্ত্রাসীদের বিরুদ্ধে চলমান যুদ্ধকে খুবই গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক বলে মন্তব্য করেন। আইএসআইএল সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো উপায়ে লড়াইয়ে নামতে তিনি জনগণের প্রতি আহ্বান জানান। নাসরুল্লাহ জোর দিয়ে বলেন, যার সুযোগ রয়েছে তার এই সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে অংশ নেয়া উচিত।#
source : abna