আহলে বাইত বার্তা সংস্থা (আবনা): পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, করাচি শহরে শিয়াদেরকে বহনকারী বাসে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় অন্তত ৪৭ জন শহীদ এবং আহত হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক।
আজ (বুধবার, ১৩ মে) ‘সফুরা চৌক’ এলাকা চালানো এ হামলায় অন্তত ২০ জন আহত হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, শহীদদের মাঝে ১৬ জন নারীও রয়েছে এবং তাদের মাঝে কোন শিশু নেই বলে নিশ্চিত করেছে পাক কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীদের একজন জানিয়েছেন, ৩/৪টি মোটরসাইকেল যোগে প্রায় ৮ জন সন্ত্রাসী বাসটিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। প্রকাশিত ভিডিওতে বাসের গায়ে গুলির কোন আলামত পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে হামলাকারীরা বাসের ভেতরে প্রবেশ করে যাত্রীদেরকে লক্ষ্য করে গুলি চালিয়েছে।
করাচির পুলিশ সদস্য জানিয়েছে, ‘সশস্ত্র সন্ত্রাসীরা বাসটিকে থামিয়ে প্রথমে বাসের বাইরে থেকে গুলি চালায়। এরপর বাসের ভেতরে প্রবেশ করে এলোপাতাড়িভাবে গুলি চালিয়েছে।
তার ভাষ্যমতে, বাসটি ২৫ সিটের হলেও তাতে দাঁড়িয়েছিল অনেক যাত্রী। তাদের অধিকাংশই ছিল ইসমাঈলী সম্প্রদায়ের’।
এদিকে, পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, বাসটিতে সশস্ত্র হামলার দায় স্বীকার করেছে তালেবান।#