আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : স্থানীয় সূত্র জানিয়েছে, আত্মঘাতী ব্যক্তি নারীর পোশাকে মসজিদে প্রবেশ করে মসজিদের উঠোনে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা চালায়। কিন্তু নিরাপত্তা কর্মীরা বিষয়টি বুঝতে পারার কারণে সে মসজিদে প্রবেশ করতে ব্যর্থ হয় এবং পার্কিংয়েই নিজেকে বিস্ফোরিত করে।
বিস্ফোরণের কয়েক ঘন্টা পর এ বিস্ফোরণের দায় স্বীকার করেছে আইএসআইএল। ‘বেলায়েত-এ নাজদ’ ওয়েব সাইটে, ইমাম হুসাইন (আ.) মসজিদে বিস্ফোরণের দায় স্বীকার করে আইএসআইএলের পক্ষ থেকে বলা হয়েছে, আত্মঘাতী ব্যক্তির নাম আবু জানদাল আল-জাযরাভি।
সৌদি আরবের কাতিফ শহরের ইমাম আলী (আ.) মসজিদে বিস্ফোরণের এক সপ্তাহ পর ইমাম হুসাইন (আ.) মসজিদে এ বিস্ফোরণ ঘটানো হল। ইমাম আলী (আ.) মসজিদে ঘটানো বিস্ফোরণে অন্তত ২১ ব্যক্তি শহীদ এবং ১০০ জন আহত হয়েছিল। বিস্ফোরণের কয়েক ঘন্টা পর এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছিল আইএসআইএল।
গত শুক্রবার সানয়া’র আস-সিয়াহা অঞ্চলে শিয়াদের একটি মসজিদে ঘটানো অপর এক বিস্ফোরণে ৩ শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়। বিবৃতির মাধ্যমে এ হামলারও দায় স্বীকার করে আইএসআইএল।
গত শুক্রবার তায়েজ প্রদেশে আল-ইহসান মসজিদে বিস্ফোরণের তথ্য প্রকাশ করেছিল আল-মাসিরা নিউজ চ্যানেল।#