আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র কাছ থেকে ইরাকের আল-আনবার প্রদেশের রাজধানী রামাদির গুরুত্বপূর্ণ এলাকা পুনর্দখল করেছে দেশটির সামরিক বাহিনী।
আল-হাদাস নিউজ চ্যানেল জানিয়েছে, স্বেচ্ছাসেবী বাহিনীর সহায়তার ইরাকের সামরিক বাহিনী আজ (শনিবার) মরুর এলাকা দখল করে নেয়। কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এলাকাটি ইরাকি সেনাবাহিনীর দখলে চলে যাওয়ার ঘটনাকে আইএসআইএল সন্ত্রাসীদের জন্য বড় বিপর্যয় বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, জনবহুল এ এলাকাটি দখলের পর ইরাকি বাহিনী তাদের চলমান অভিযানে বিশেষ সুবিধা পাবে। রামাদির বিরাট এলাকা এখনো আইএসআইএল সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রয়েছে। ইরাকের বিভিন্ন সূত্র থেকে জানা গেছে যে, দেশটির সামরিক বাহিনী এখন ওই এলাকায় ভারী অস্ত্র মোতায়েনের পরিকল্পনা করছে।
এদিকে, রামাদির খামসা কিলোমিটার এলাকায় অবস্থিত ট্রাফিক পুলিশের ভবনও দখল করেছে ইরাকের সেনাবাহিনী। একজন সেনা কর্মকর্তা জানিয়েছেন, ভবনটি দখলে নেয়ার আগে আইএসআইএল সন্ত্রাসীদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এরপর সন্ত্রাসীরা সেখান থেকে সরে যেতে বাধ্য হয়। তিনি জানান, বিশেষজ্ঞ দল এখন বোমা নিষ্ক্রিয় করার কাজে ব্যস্ত রয়েছে যাতে সহজেই অভিযান চালানো যায়। এছাড়া দখল হওয়া ভবনে কোনো ফাঁদ রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে।
রামাদি শহর পুনর্দখলের জন্য ইরাকের সামরিক বাহিনী তিন দিক থেকে এগিয়ে যাচ্ছে বলে শনিবার দিনের মাঝামাঝি সময় খবর বের হয়। তার কিছুক্ষণ পর রামাদির কিছু এলাকা পুনর্দখলের খবর এল।#
source : abna