আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় শহর মাইদুগুরির এক মসজিদে চালানো আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন।
শনিবার বিকেলের এ বোমা হামলার পর রাতে শহরের কাছাকাছি একটি এলাকায় চালানো জঙ্গিগোষ্ঠী বোকো হারামের অপর এক হামলায় আরো অন্তত ১৩ জন নিহত হন।
দুটি ঘটনায় বহু লোক আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
সামরিক একটি সূত্র জানিয়েছেন, বোকো হারামের জঙ্গি বলে সন্দেহ করা এক লোক মসজিদের ভিতরে ঢুকে বোমার বিস্ফোরণ ঘটায়।
এ ঘটনায় ৩০ জনেরও বেশি আহত হয়েছেন বলে হাসপাতাল সূত্রগুলো জানিয়েছে।
রাতে মাইদুগুরি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে মুলে এলাকার কাছে দামবোয়া সড়কে বোকো হারাম জঙ্গিদের গুলিবর্ষণের ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন অপর এক সামরিক সূত্র।
নবনির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি নাইজেরিয়ার ক্ষমতা গ্রহণের একদিন পর এ হামলা দুটি চালানো হল। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর দেওয়া ভাষণে বোকো হারামকে গুড়িয়ে দেয়ার ঘোষণা দিয়েছেন বুহারি।
জঙ্গিগোষ্ঠীটির বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের কমান্ড সেন্টার রাজধানী আবুজা থেকে মাইদুগুরি নিয়ে যাওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
source : abna