৬ জুন (রেডিও তেহরান): লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠী আন-নুসরা’র সবচেয়ে বড় ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে। ওই ঘাঁটিটি সীমান্তবর্তী আরসাল শহরের অদূরে অবস্থিত।
৬ জুন (রেডিও তেহরান): লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠী আন-নুসরা’র সবচেয়ে বড় ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে। ওই ঘাঁটিটি সীমান্তবর্তী আরসাল শহরের অদূরে অবস্থিত।
ইরানের নিউজ চ্যানেল ‘খাবার’ জানিয়েছে, ‘সাহলুল রাহবা’ এলাকায় আন-নুসরা ফ্রন্টের সঙ্গে হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পর জঙ্গিরা ওই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে।
এছাড়া হিজবুল্লাহ যোদ্ধারা মাত্র কয়েক ঘন্টার মধ্যে আরসাল শহরের পাশ্ববর্তী বিশাল মালভূমি জঙ্গিমুক্ত করেছে। মুক্ত অঞ্চলটি প্রায় ৫০ বর্গকিলোমিটার আয়তনের বলে জানা গেছে। আরসালের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কৌশলগত আদ-দারাব উপত্যকাও এখন হিজবুল্লাহর পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। এসব এলাকা লেবাননের সিরিয়া সীমান্তে অবস্থিত।#
source : irib.ir