৬ জুন (রেডিও তেহরান): ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে কালো তালিকা থেকে বাদ দিয়েছে মিশরের একটি আদালত। কয়েকদিন আগে কায়রোর একটি আদালত হামাসকে সন্ত্রাসী সংগঠন বলে কালো তালিকাভুক্ত করার পর আজ তা নাকচ করে দিল মিশরের ‘আর্জেন্ট ম্যাটার্স আপিল কোর্ট’।
মিশরের সরকারি বার্তা সংস্থা ‘মিনা’ এ খবর দিয়েছে। মিশরের এ আদালতের এক কর্মকর্তা জানিয়েছেন, আগে যে ট্রাইব্যুনাল থেকে হামাসকে সন্ত্রাসী সংগঠন বলে রায় দেয়া হয়েছিল আসলে ওই ট্রাইব্যুনালের এ ধরনের রায় দেয়ার এখতিয়ারই নেই।
গত ২৮ ফেব্রুয়ারি কায়রোর ‘কোর্ট অব আর্জেন্ট ম্যাটার্স’ হামাসকে সন্ত্রাসী সংগঠন বলে কালো তালিকাভুক্ত করেছিল। তার আগে জানুয়ারি মাসে ওই আদালত দাবি করে- মিশরের গোলাযোগপূর্ণ সিনাই উপদ্বীপে নিরাপত্তা বাহিনীর ওপর যেসব সন্ত্রাসী হামলা হচ্ছে তার সঙ্গে হামাস জড়িত রয়েছে। তবে, গত মার্চ মাসে এ রায়ের বিরুদ্ধে মিশরের রাষ্ট্রীয় ল’ স্যুট অথরিটি আপিল করে।
ফেব্রুয়ারির ওই রায়ের পর ক্ষুব্ধ হয়েছিল হামাস। সে সময় হামাস এ রায়কে দুঃখজনক ও বিপজ্জনক বলে আখ্যা দিয়েছিল।#
source : irib.ir