আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান প্রদেশের কয়েকটি সামরিক ঘাঁটিতে ইয়েমেনের সেনা ও জনপ্রিয় বিপ্লবী আনসারুল্লাহ যোদ্ধারা মর্টারের গোলা বর্ষণ এবং রকেট হামলা চালিয়েছে।
আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, আজ (মঙ্গলবার) সকালের দিকে সৌদি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইয়েমেনের যোদ্ধারা ৪০টিরও বেশি রকেট এবং বহু মর্টারের গোলা ছুঁড়েছে। এরপর সৌদি জঙ্গিবিমান থেকে ইয়েমেনের রাজধানী সানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওপর বোমা হামলা চালানো হয়।
এর আগে, গতকাল ইয়েমেনি সেনা ও আনসারুল্লাহ যোদ্ধাদের হামলায় অন্তত দুই সৌদি সেনা নিহত এবং কয়েকটি সামরিক গাড়ি ধ্বংস হয়েছে। গত ২৬ মার্চ থেকে সৌদি আরব ইয়েমেনের সাধারণ মানুষের ওপর বর্বর আগ্রাসন শুরু করেছে। এর জবাবে কিছুদিন ধরে ইয়েমেনের সেনা ও আনসারুল্লাহ যোদ্ধারা সৌদি আরবের ভেতরে প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে।
বিশ্ব সাস্থ্য সংস্থা বা হু’র রিপোর্ট অনুসারে, সৌদি আগ্রাসন শুরুর পর থেকে ইয়েমেনের কয়েক হাজার বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। ইয়েমেনের বিরুদ্ধে হামলা চালানোর ক্ষেত্রে সৌদি আরব জাতিসংঘের কোনো অনুমোদন নেয় নি।#
source : abna