আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : দ্বীপদেশ মরিসারের প্রথম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির ডাকসাইটে জীববিজ্ঞানী আমিনা গারিব-ফাকিম। দেশটির সং
আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : দ্বীপদেশ মরিসারের প্রথম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির ডাকসাইটে জীববিজ্ঞানী আমিনা গারিব-ফাকিম। দেশটির সংসদ বৃহস্পতিবার তাকে এই পদে নির্বাচিত করে।
এক প্রতিবেদনে এ খবর দিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।
খবরে বলা হয়, আমিনাকে প্রেসিডেন্ট হিসেবে যে মনোনয়ন দিয়েছিলেন মরিসারের প্রধানমন্ত্রী আনেরুড জগনাথ, সংসদ তা বলিষ্ঠভাবে অনুমোদন দিয়েছে।
আমিনাকে শুভেচ্ছা জানিয়ে সংসদের স্পিকার হানুমানজি মায়া বলেছেন, ‘মরিসাসের ইতিহাসে এটাই প্রথম ঘটনা যে, এই পদে (প্রেসিডেন্ট) আসীন হলেন কোনো নারী।’
এদিকে প্রধানমন্ত্রী জগনাথ বলেছেন, ‘‘ঐতিহাসিক এই পরিবর্তনের অংশ হতে পেরে তিনি খুব গর্বিত। তিনি বলেন, আমিনা ‘এই পদটির জন্য যথার্থই যোগ্য’।’’
শুক্রবার মরিসাসের ৬ষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন আমিনা গারিব-ফাকিম।#
source : abna