আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : লেবাননের উত্তর-পূর্বাঞ্চলে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আন-নুসরার বিরুদ্ধে যুদ্ধে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বড় ধরনের সাফল্য পেয়েছে। আর এ ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছেন হিজবুল্লাহর মহসাচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।
রাজধানী বৈরুতে এক ভাষণে তিনি বলেছেন, গত কয়েকদিনে সিরিয়ার সীমান্তবর্তী আরসাল এলাকায় হিজবুল্লাহ যোদ্ধারা অনেকদূর অগ্রসর হয়েছে এবং তাদের এ বিজয় হয়েছে আন-নুসরা ফ্রন্টের বিরুদ্ধে। সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর এ ভাষণ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়।
সিরিয়ার সীমান্তবর্তী কালামুন পার্বত্য অঞ্চলে আইএসআইএল সন্ত্রাসীদের বিরুদ্ধেও হিজবুল্লাহর সাফল্যে সন্তোষ প্রকাশ করে তিনি। কালামুন এলাকার সব পর্বত এখন সিরিয়ার সেনাবাহিনী এবং প্রতিরোধ (হিজবুল্লাহ) যোদ্ধাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানান।
লেবাননের আল-মানার টিভি গতকাল জানিয়েছে, সিরিয়ার সেনাবাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধারা কালামুন এলাকায় আন-নুসরা ফ্রন্টের কাছ থেকে আরো কিছু এলাকা পুনর্দখল করেছে।
এ সম্পর্কে সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, “গতকাল তাদের শত শত সন্ত্রাসী অসংখ্যা সাঁজোয়া যান নিয়ে সিরিয়া-লেবানন সীমান্তে আমাদের বিভিন্ন অবস্থানে হামলা চালায়। হিজবুল্লাহর যোদ্ধারা প্রবল সাহসিকতা ও বীরত্বের সঙ্গে সে হামলা রুখে দিয়েছে। লেবাননের সীমান্ত এলাকায় তাকফিরিদের উপস্থিতি চিরতরে স্তব্ধ করে দিতে হিজবুল্লাহ যোদ্ধারা সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে।”
ওদিকে সীমান্তের ওপারে সিরিয়ার সেনাবাহিনী এবং হিজবুল্লাহর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী ফ্লিতাহ এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। এর ফলে তাকফিরি সন্ত্রাসীদের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে বলে জানা গেছে। সিরিয়ায় ২০১১ সালের মার্চ মাস বিদেশি মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসীদের তাণ্ডব চলছে। এ পর্যন্ত সহিংসতায় দেশটির ২,২২,০০০ লোক নিহত হয়েছে বলে সম্প্রতি জাতিসংঘ জানিয়েছে।#
source : abna