আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : ফিলিস্তিনের বার্তা সংস্থা ‘সাফা’ গত বুধবার (১০ই জুন) গাজা উপত্যকায় ফিলিস্তিনের ক্রসিং বিষয়ক বিভাগের প্রধান মাহের আবু সাবহা’র উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ৩ দিনের জন্য রাফাহ ক্রসিং উন্মুক্ত করে দেয়া হচ্ছে।
আবু সাবহার ভাষ্যমতে, আগামী ১৩ই জুন (শনিবার) থেকে ১৫ই জুন (সোমবার) নাগাদ ক্রসিং উন্মুক্ত করে দেয়ার কথা রয়েছে।
গাজার সাথে বহির্বিশ্বের যোগাযোগের একমাত্র পথ হচ্ছে রাফাহ ক্রসিং। মিসর সরকার ‘আনসারে বাইতুল মোকাদ্দাস’ সন্ত্রাসী বাহিনীর সিনাই উপদ্বীপে (মিসরের উত্তর অঞ্চলে অবস্থিত) সশস্ত্র অভিযান রোধের অজুহাতে বন্ধ রাখে এ ক্রসিং এবং কখনও কখনও অস্থায়ীভাবে উন্মুক্ত করা হয়। এরপূর্বে গত ২৬শে মে দীর্ঘ ৮৮ দিন পর উন্মুক্ত করা হয়েছিল এটি।
উল্লেখ্য, রাফাহ ক্রসিং বন্ধ করে দেয়ার ফলে গাজার জনগণ তাদের নিত্য প্রয়োজন মেটানোর জন্য মিসরে যাতায়াত করতে ট্যানেল ব্যবহার করতে বাধ্য হয়। কিন্তু মিসরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আস-সিসি’র সরকার ক্ষমতায় আসার পর ধ্বংস করা হয়েছে গাজা-মিসরের মাঝে সংযোগ সৃষ্টিকারী ১৬০০টি ট্যানেল।# প্রেসটিভি
source : abna