আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : বাহরাইনের আল-উইফাক ইসলামিক সোসাইটির সভাপতি ‘শাইখ আলী সালমান’কে ৪ বছরের কারাদণ্ড প্রদান করেছে বাহরাইনের একটি আদালত। আল-উইফাকের টুইটার পেইজে মানামার একটি আদালত কর্তৃক প্রদত্ত এ রায় সত্যায়িত করা হয়েছে।
কয়েক মাস আগ থেকে অন্যায়ভাবে ও ভিত্তিহীন অভিযোগে আটক রয়েছেন বাহরাইনের বিশিষ্ট্য এ আলেম।
বাহরাইনের সরকার পরিবর্তনের জন্য হুমকি, বাহরাইন সরকারের প্রতি অবমাননা, প্রকাশ্য উস্কানী, আইন লঙ্ঘন এবং আলে খলিফার বিরুদ্ধে উস্কানীর অভিযোগ আনা হয়েছে শাইখ আলী সালমানের (৫০) বিরুদ্ধে।
এদিকে, শাইখ আলী সালমানের বিরুদ্ধে আনীত অভিযোগকে বাতিল এবং তার বিরুদ্ধে গঠিত আদালতকে রাজনৈতিক বলে আখ্যায়িত করেছেন আল-উইফাক সোসাইটির সদস্য আলী আল-আসওয়াদ।
শাইখ সালমানের পক্ষের আইনজীবিরা জানিয়েছেন, বিচারকার্যের সময় সালমানের সাথে কথা বলার সুযোগ দেয়া হয়নি তাদেরকে।#
source : abna