আবনা ডেস্ক : ইয়েমেনের রাজধানী সানায় গাড়িবোমা হামলা চালিয়ে আট নারীসহ ২৮ ব্যক্তিকে হত্যা করেছে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল। আজ (মঙ্গলবার) অনলাইনে প্রকাশিত এক বিবৃতিতে গতরাতের এ হামলার দায়িত্ব স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠীটি।
বিবৃতিতে দাবি করা হয়, জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের দু’জন নেতার বাসভবন লক্ষ্য করে এ হামলা চালানো হয়। হুথি যোদ্ধাদের একটি সূত্র জানিয়েছে, আনসারুল্লাহ নেতা ফয়সাল ও হামিদ জায়াশ যখন একজন আত্মীয়ের দাফন অনুষ্ঠানে অংশগ্রহণ করছিলেন তখন তাদের উপর গাড়িবোমা নিয়ে হামলা চালায় তাকফিরি সন্ত্রাসীরা। তবে হামলায় ওই দুই নেতা নিহত হয়েছেন কিনা সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
ইয়েমেনের হাসপাতাল সূত্র ওই ঘটনায় ২৮ জনের নিহত হওয়ার কথা বললেও সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিহতদের সংখ্যা জানানো হয়নি।
এর আগে গত ২০ জুন ইয়েমেনের রাজধানীর আল-মাহদি মসজিদে আইএসআইএলের সন্ত্রাসী হামলায় তিনজন নিহত ও ১৬ জন আহত হয়।
ইয়েমেনে পবিত্র রমজানের নিষিদ্ধ মাসে যখন বর্বরোচিত সৌদি আগ্রাসন চলছে তখন তাকফিরি সন্ত্রাসীরা এসব হামলা চালাচ্ছে। জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের দুর্বল করতে এবং ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় বসাতে মুসলিম দেশ ইয়েমেনে হামলা চালাচ্ছে সৌদি আরব। মুসলমানদের দু’টি পবিত্রতম স্থানের কথিত রক্ষক সৌদি আরব এমন সময় ইয়েমেনে আগ্রাসন চালাচ্ছে যখন পবিত্র রমজান মাসে যুদ্ধ করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।#
source : abna