আবনা ডেস্ক : আফগানিস্তান ও পাকিস্তানে তৎপর উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’ প্রধান হাফিজ সাঈদ খান নিহত হয়েছেন। আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটি বা এনডিএস শনিবার এ খবর দিয়েছে।
এনডিএস জানিয়েছে, শুক্রবার সন্ধ্যার দিকে পাকিস্তান সীমান্তবর্তী নানগারহার প্রদেশের আচিন জেলায় মার্কিন ড্রোন হামলায় ৬৫ বছর বয়সী সাঈদ খান নিহত হন। হামলায় আইএসআইএল’র আরো ৩০ সন্ত্রাসী নিহত হয়েছে বলে এনডিএস জানায়। সংস্থার মুখপাত্র হাসিব সিদ্দিকির বরাত দিয়ে রাশিয়া টুডে বলেছে, হাফিজ সাঈদ খান এক সমাবেশে নিহত হয়েছেন। এ সময় তারা পরিকল্পনা সভা করছিলেন।
হাসিব সিদ্দিকি বলেন, আফগান নিরাপত্তা সংস্থা হাফিজ সাঈদ খানের মৃতদেহ খুঁজে পায় এবং তার লাশ শনাক্ত করে। তিনি ছিলেন তালেবানের দুর্ধর্ষ যোদ্ধা এবং সারা বিশ্বের অন্যতম ‘মোস্ট ওয়ান্টেড’ ব্যক্তি।
এর আগে, গত মঙ্গলবার আফগান আইএসআইল’র সেকেন্ড ইন-কমান্ড গুল জামান একই ধরনের হামলায় নিহত হন। নানগারহারে আইএসআইএল সন্ত্রাসীদের শক্ত উপস্থিতি রয়েছে এবং গত কয়েক সপ্তাহে সেখানে তালেবানদের সঙ্গে এ গোষ্ঠীর দফায় দফায় সংঘর্ষ হয়েছে।#
source : abna