আবনা ডেস্ক : ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর চূড়ান্ত পরমাণু চুক্তি হয়েছে। ইরানের এক কর্মকর্তা একে ভালো চুক্তি হিসেবে অভিহিত করেছেন।
এদিকে পশ্চিমা কূটনীতিবিদরা পাশ্চাত্যের সংবাদ মাধ্যমের কাছে চুক্তি হওয়ার বিষয়টি এবং পরমাণু আলোচনা শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পরমাণু আলোচনার খবর সংগ্রহের দায়িত্বে নিয়োজিত সাংবাদিকদের ভিয়েনার জাতিসংঘ সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে। পরমাণু আলোচনায় জড়িত মন্ত্রীদের ছবি তোলার জন্য তাদেরকে জাতিসংঘ সদর দফতরে নিয়ে যাওয়া হয়।
এদিকে এর আগে পরমাণু চুক্তির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে ইহুদিবাদী ইসরাইল। ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী মোশে ইয়ালুন গতকাল দাবি করেছেন তার ভাষায়, তেল আবিব মনে করে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর একটি খারাপ পরমাণু চুক্তি হতে চলেছে। তিনি বলেন, এ চুক্তি ইরানের একটিও পরমাণু চুল্লি বন্ধ করতে বা একটিও সেন্ট্রিফিউজ বন্ধ করতে ব্যর্থ হবে। আসন্ন এ চুক্তির মধ্য দিয়ে নিজেকে রক্ষা দায়িত্ব তেল আবিবের নিজেরই গ্রহণ করতে হবে বলেও দাবি করেন মোশে ইয়ালুন। মোশে ইয়ালুন আরো দাবি করেন, সৌদি আরব, মিশর, তুরস্কসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও ইহুদিবাদী ইসরাইলের উদ্বেগের সঙ্গে সহমত প্রকাশ করছে।
ইরান ও জার্মানি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, চীন এবং ফ্রান্সকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠী টানা ১৬দিন আলোচনার পর এ চুক্তিতে উপনীত হল।#
source : abna