আবনা ডেস্ক : ইয়েমেনের জনপ্রিয় বিপ্লবী আন্দোলন আনসারুল্লাহ সৌদি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, রিয়াদ ইয়েমেনের ওপর আগ্রাসন বন্ধ না করলে সান্আ সৌদি আরবের তেল ও গ্যাস ক্ষেত্রগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালাবে।
সৌদি আরবের পক্ষ থেকে যুদ্ধ বিরতি লঙ্ঘনের প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিল আনসারুল্লাহ।
এর এক দিন আগে আনসারুল্লাহর প্রধান নেতা সাইয়্যেদ আবদুল মালিক হুথি বলেছিলেন, এই আন্দোলন শিগগিরই এমন এক কৌশল অবলম্বন করবে যে এর ফলে গোটা অঞ্চলের চেহারা বদলে যাবে। শত্রুদের ওপর আঘাত হানার অধিকার ইয়েমেনের জনগণের রয়েছে এবং দেশটির গণ-কমিটি বা স্বেচ্ছাসেবী বাহিনী ও সশস্ত্র বাহিনী শত্রুকে মোকাবেলার জন্য শিগগিরই সৌদি সীমান্তে তৎপরতা জোরদার করবে বলে তিনি জানান।
এর আগে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেছিলেন, আগ্রাসীরা যুদ্ধ-বিরতি লঙ্ঘন করলে যে কোনো পন্থায় আগ্রাসীদের যন্ত্রণাদায়ক জবাব দেয়া হবে।
সৌদি আরবের তেলের অর্থ দিয়ে মধ্যপ্রাচ্যে আইএসআইএলসহ তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অস্ত্র ও অর্থের চাহিদা মেটানো হয় বলে নানা তথ্য ও প্রমাণ রয়েছে।
সম্প্রতি জাতিসংঘের আহ্বান উপেক্ষা করে সৌদি রাজকীয় বাহিনী ইয়েমেনে নির্বিচার বিমান হামলা অব্যাহত রেখেছে। সৌদি আরব ১০০ দিনেরও বেশি সময় ধরে ইয়েমেনে বিমান হামলা চালিয়ে আসছে। এইসব হামলায় শত শত শিশু ও নারীসহ হাজার হাজার ইয়েমেনি নাগরিক নিহত হয়েছে। #
source : abna