আবনা ডেস্ক : ক্যামেরুনের উত্তরাঞ্চলে সন্দেহভাজন বোকো হারাম সন্ত্রাসীদের হামলায় অন্তত ২৩ ব্যক্তি নিহত হয়েছে।
রোববার রাতে ৮০ জনের একটি জঙ্গি দল নাইজেরিয়া এবং চাদের মাঝামাঝি স্থানে ক্যামেরুনের কামাউনা গ্রামে বর্বরোচিত হামলা চালালে এসব ব্যক্তি প্রাণ হারায়। ওই গ্রামে তৎপর নাইজেরিয়ার মিশনারী ধর্মযাজক এডওয়ার্ড এনগোসু জানিয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে।
সন্ত্রাসীরা ওই গ্রামে হামলা চালানোর সময় সেখানে মাত্র সাত জন সেনা উপস্থিত ছিল- এ কথা উল্লেখ করে এনগোসু আরো বলেন, হামলাকারীদের ভয় দেখানোর উদ্দেশ্যে সেনারা দূর থেকে ফাঁকা গুলি ছোঁড়ে। তবে তাতে কাজ হয় নি।
গ্রামটির নিরাপত্তা বাড়ানোর জন্য সেখানকার অধিবাসীরা গত সপ্তাহে সরকারের প্রতি অনুরোধ জানানোর পর এই হামলার খবর এলো। এখনো কোন পক্ষ বা গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করে নি। তবে নাইজেরিয়াসহ আফ্রিকার বিভিন্ন দেশে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী বোকো হারাম এই ধরনের বর্বরোচিত হামলা চালিয়ে আসছে।
গত কয়েক বছর ধরে বোকো হারামের হামলায় প্রায় ১৫,০০০ ব্যক্তি প্রাণ হারিয়েছে এবং বহু লোক ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে বাধ্য হয়েছে।#
source : abna