আবনা ডেস্ক : সিরিয়ার সীমান্তবর্তী তুর্কি শহর সুরুকে সোমবারের শক্তিশালী বোমা হামলা পরিচালনাকারী ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাউদোগলু। তিনি আরো বলেছেন, হামলাকারী ব্যক্তি ‘খুব সম্ভবত’ একজন আইএসআইএল জঙ্গি।
সিরিয়ার সংঘর্ষপীড়িত কুবানি শহরের কাছে অবস্থিত তুরস্কের সুরুক শহরে সোমবারের বোমা হামলায় ৩২ জন তরুণ সমাজকর্মী নিহত হন। হামলায় নিহতদের প্রায় সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা যখন সুরুকের একটি সাংস্কৃতিক কেন্দ্রে একটি সম্মেলন করছিলেন তখন সেখানে আত্মঘাতী হামলা চালানো হয়। আইএসআইএল জঙ্গিদের হামলায় বিধ্বস্ত সিরিয়ার কুবানি শহর পুনর্গঠনে সহায়তা করার জন্য এসব শিক্ষার্থী সিরিয়া সফরে যাওয়ার বিষয় নিয়ে আলোচনা করছিলেন।
দাউদোগলু আজ বলেছেন, এ হামলায় জড়িত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সব পক্ষের বিরুদ্ধে তদন্ত করা হবে।
তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএলের সন্ত্রাসীরা এতদিন তুরস্ক হয়ে অবাধে সিরিয়া ও ইরাকে প্রবেশ করলেও তুর্কি প্রধানমন্ত্রী আজ (মঙ্গলবার) বলেছেন, এখন থেকে সিরিয়া সীমান্তের নিরাপত্তা জোরদার করা হবে। সিরিয়া সীমান্তে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়ে আগামীকাল (বুধবার) বৈঠক করবে তুরস্কের মন্ত্রিসভা।
বর্বর আইএসআইএল জঙ্গিদের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক তুরস্কের এর্দোগান সরকার। দেশটির ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বা একেপি আইএসআইএলের বিরুদ্ধে যুদ্ধে যথেষ্ট আন্তরিক নয় বলে যে অভিযোগ রয়েছে তা মেনে নিতে চাননি প্রধানমন্ত্রী দাউদোগলু। তিনি দাবি করেন, তার সরকার ‘কখনোই কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে সহ্য করেনি।’
এর আগে তুর্কি কর্মকর্তারা জানিয়েছিলেন, সম্ভবত একজন মহিলা আত্মঘাতী হামলাকারী সোমবারের ভয়াবহ বোমা হামলা চালিয়েছে। কিন্তু আজ স্থানীয় পত্রপত্রিকা বলেছে, একজন পুরুষ জঙ্গি এ হামলা চালিয়েছে।#
source : abna