বাঙ্গালী
Monday 25th of November 2024
0
نفر 0

মার্কিন ২ সামরিক কেন্দ্রে গুলি: ৪ মেরিনসহ ৫ নিহত

আবনা ডেস্ক : আমেরিকার টেনেসি অঙ্গরাজ্যের চ্যাটানোগার দু’টি সামরিক কেন্দ্র গুলিবর্ষণের ঘটনায় চার মেরিন সেনাসহ অন্তত পাঁচ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছে। এ ছাড়া, এ ঘটনায় অন্তত চার জন আহত হয়েছে। আহতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তা এবং এক সেনা রয়েছে এবং একজ
মার্কিন ২ সামরিক কেন্দ্রে গুলি: ৪ মেরিনসহ ৫ নিহত

আবনা ডেস্ক : আমেরিকার টেনেসি অঙ্গরাজ্যের চ্যাটানোগার দু’টি সামরিক কেন্দ্র গুলিবর্ষণের ঘটনায় চার মেরিন সেনাসহ অন্তত পাঁচ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছে। এ ছাড়া, এ ঘটনায় অন্তত চার জন আহত হয়েছে। আহতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তা এবং  এক সেনা রয়েছে এবং একজনের অবস্থা আশংকাজনক বলে জানানো হয়েছে।
বন্দুকধারী প্রথমে মার্কিন নৌ বাহিনীর ভবনে গুলি চালায় পরে গাড়ি নিয়ে সেখান থেকে সরে পড়ে। এই একই ব্যক্তি এ ভবন থেকে সাত মাইল দূরের মেরিন রিজার্ভ কেন্দ্রেও গুলিবর্ষণ করেছে।
বন্দুকধারী এ ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হয়েছে বলে জানানো হয়েছে।  নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, নিহত বন্দুকধারীর নাম মোহাম্মদ ইউসুফ আবদুল্লাহজিজ। কুয়েতে জন্মগ্রহণকারী ইউসুফ মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেছে এবং ২০১২ সালে টেনেসি বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেছে।  
পূর্বাঞ্চলীয় টেনেসির ফেডারেল কৌশলী বিল কিলডেন বলেছেন, আমেরিকার অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ হিসেবে এ ঘটনার তদন্ত চলছে।
মোহাম্মদ ইউসুফ আবদুল্লাহজিজ বাসভবনে আমর্ড মোতায়েনের খবর পাওয়া গেছে। এ ছাড়া, ওই বাসভবনের আশেপাশের প্রতিবেশীদের সরিয়ে নেয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে এ ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে।
এদিকে, এ গুলিবর্ষণের ঘটনার পর কোনো কোনো ফেডারেল স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি । বিবৃতিতে বলা হয়েছে, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নিরাপত্তা জোরদার করা হয়।#


source : abna
0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

মোরায় কক্সবাজারে দুই শতাধিক ...
ক্যান্সার দিবস : যে লক্ষণগুলো ...
আনসারুল্লাহ'র দখলে সৌদি আরবের ...
২৮০ জন শরণার্থীকে সমুদ্রে ...
সন্ত্রাসবাদ রুখতে ঐক্যবদ্ধ ...
মিলাদুন্নবী, জুমাতুল বিদা সহ ১৭ ...
সেনা নিহতের কথা স্বীকার করল সৌদি ...
স্বচ্ছ চুক্তি চাই যা ইরানের ...
বিশ্ববিদ্যালয়ে হামলার জবাবে আশ ...
খোদায়ি বিধানেই ফিলিস্তিনের ...

 
user comment