আবনা ডেস্ক : আফগানিস্তানের তালেবান নেতা মোল্লা ওমর মারা গেছেন বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। আফগান সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ইরানের প্রেস টিভি আজ (বুধবার) এ খবর জানিয়েছে। আফগানিস্তানের গোয়েন্দা সূত্রগুলো বলেছে, তালেবান জঙ্গি গোষ্ঠীর এ কুখ্যাত নেতা
আবনা ডেস্ক : আফগানিস্তানের তালেবান নেতা মোল্লা ওমর মারা গেছেন বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। আফগান সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ইরানের প্রেস টিভি আজ (বুধবার) এ খবর জানিয়েছে।
আফগানিস্তানের গোয়েন্দা সূত্রগুলো বলেছে, তালেবান জঙ্গি গোষ্ঠীর এ কুখ্যাত নেতা দুই থেকে তিন বছর আগে মারা গেছেন। তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের নেতার মৃত্যু সম্পর্কে তারা শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেবে।
এর আগেও বেশ কয়েকবার আন্তর্জাতিক গণমাধ্যমে মোল্লা ওমরের মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে।
১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত সময়ে আফগানিস্তানে তালেবান শাসনের সময়ে রাষ্ট্রপ্রধান ছিলেন মোল্লা ওমর। কিন্তু ২০০১ সালের শেষের দিকে দেশটিতে ইঙ্গো-মার্কিন আগ্রাসন শুরু হওয়ার পর তিনি আত্মগোপনে চলে যান।#
source : abna