আবনা ডেস্ক : ইরাকের অন্তত ৬,০০০ সুন্নি যোদ্ধা দেশটির তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলবিরোধী লড়াইয়ে যোগ দিয়েছে। ইরাকের সরকারপন্থি পপুলার মোবিলাইজেশন বাহিনীতে যোগ দিয়েছেন দেশটির নানা অঞ্চলের উপজাতীয় যোদ্ধারা। ইরাকের আরবিভাষী
আবনা ডেস্ক : ইরাকের অন্তত ৬,০০০ সুন্নি যোদ্ধা দেশটির তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলবিরোধী লড়াইয়ে যোগ দিয়েছে। ইরাকের সরকারপন্থি পপুলার মোবিলাইজেশন বাহিনীতে যোগ দিয়েছেন দেশটির নানা অঞ্চলের উপজাতীয় যোদ্ধারা।
ইরাকের আরবিভাষী নিউজ চ্যানেল আল-ফোরাতকে এ তথ্য জানিয়েছেন দেশটির নাগরিক জোটের সংসদ সদস্য হাবিব-আত-তারফি। ইসলামিক সুপ্রিম কাউন্সিল অব ইরাকের প্রতিনিধিত্ব করে নাগরিক জোট। আত-তারফি জানান, যারা ইরাককে ধ্বংস করতে এবং দেশটিকে খণ্ড-বিখণ্ড করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিয়েছেন এ সব সুন্নি যোদ্ধা।
ইরাকের নিরাপত্তা বাহিনীর সমর্থনপুষ্ট পপুলার মোবিলাইজেশন বাহিনী এরইমধ্যে দিয়ালা, আনবার এবং সালাউদ্দিন প্রদেশের অনেক অঞ্চল মুক্ত করতে পেরেছে। এ ছাড়া, রাজধানী বাগদাদের ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের জুরফ আন-নাসর শহরও মুক্ত করেছে তারা।#
source : abna