আবনা ডেস্ক : ইরাকের নিরাপত্তা বাহিনী দেশটির আল আনবার প্রদেশের একটি অঞ্চলকে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল’এর কবল থেকে মুক্ত করেছে। আল আনবারের খালিদিয়া জেলা পরিষদের প্রধান আলী দাউদি স্থানীয় আরবীভাষী নিউজ চ্যানেল আস-সুমেরিয়াকে এ খবর দিয়েছেন। এ অঞ্চলকে মুক্ত করতে যেয়ে লড়াইয়ে
আবনা ডেস্ক : ইরাকের নিরাপত্তা বাহিনী দেশটির আল আনবার প্রদেশের একটি অঞ্চলকে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল’এর কবল থেকে মুক্ত করেছে। আল আনবারের খালিদিয়া জেলা পরিষদের প্রধান আলী দাউদি স্থানীয় আরবীভাষী নিউজ চ্যানেল আস-সুমেরিয়াকে এ খবর দিয়েছেন।
এ অঞ্চলকে মুক্ত করতে যেয়ে লড়াইয়ে অনেক তাকফিরি নিহত এবং অনেকে আহত হয়েছে। তিনি আরো জানান, ইরাকি নিরাপত্তা বাহিনী এখন পার্শ্ববর্তী আলবু ফারাজ-শহরের দিকে এগিয়ে চলেছে।
এদিকে ইরাকি প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ(বুধবার) এক বিবৃতিতে বলেছে, সরকারি বাহিনী আল-কারমাহ্ শহরে আইএসআইএল’এর অবস্থানের ওপর রকেট ছুঁড়েছে। এতে রাজধানী বাগদাদ থেকে ৪৮ কিলোমিটার দূরবর্তী এ শহরের অন্তত ১১ তাকফিরি সন্ত্রাসী নিহত হয়েছে।#
source : abna