আবনা ডেস্ক : আফগান তালেবান নেতা মোল্লা মোহাম্মদ ওমরের মৃত্যুর খবর নাকচ করেছে তালেবান। তবে দেশটির সরকার দাবি করেছিল তিনি মারা গেছেন।
আফগানিস্তানের গোয়েন্দা সূত্রগুলো দাবি করছে, মোল্লা ওমর সম্ভবত দুই থেকে তিন বছর আগে মারা গেছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য তারা প্রকাশ করেনি।
তবে আফগান তালেবান সূত্র এবং চলতি সপ্তাহে পাকিস্তানে তালেবানের সঙ্গে অনুষ্ঠিতব্য আলোচনায় জড়িতদের ঘনিষ্ঠরা মোল্লা ওমরের মৃত্যুর খবর নাকচ করে দিয়েছেন।
ভয়েস অব আমেরিকার পক্ষ থেকে তালেবানের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তাদের নেতা ‘অত্যন্ত সক্রিয়’ রয়েছেন।
চলতি মাসের শুরুতে সর্বশেষ এক বিবৃতিতে মোল্লা ওমর তালেবানের সঙ্গে শান্তি আলোচনাকে স্বাগত জানান।
তিনি বলেন, শান্তি আলোচনা বৈধ এবং আফগানিস্তানে ইসলামী ব্যবস্থা চালু এবং মার্কিন নেতৃত্বাধীন বিদেশি দখলদারিত্বে অবসানকল্পে তিনি শান্তিপূর্ণ আলোচনার বিরোধী নন।
প্রেসিডেন্ট বারাক ওবামাও তালেবানের সঙ্গে আফগান সরকারের আলোচনাকে স্বাগত জানান।
উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকবার মোল্লা ওমর মারা গেছেন বলে গুজব শোনা গেছে।
আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহারের পর সেখানে প্রতিদ্বন্দ্বী মিলিশিয়াদের মধ্যে যে লড়াই শুরু হয়, তাতে তালেবানের নেতৃত্ব দেন মোল্লা ওমর। কয়েক বছর আফগানিস্তান শাসনও করে তালেবান সরকার।
আলকায়েদা নেতা ওসামা বিন লাদেনের সঙ্গে জোট করার অভিযোগ উঠে তালেবানের বিরুদ্ধে। এ অভিযোগেই নাইন-ইলেভেনের সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানে হামলা চালায় যুক্তরাষ্ট্র।
তালেবান সরকারকে উৎখাতের পাশাপাশি মোল্লা ওমরকে ধরিয়ে দেয়ার জন্য এক কোটি ডলার পুরস্কারও ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র।
সূত্র: বিবিসি, ভয়েস অব আমেরিকা
source : abna