আবনা ডেস্ক : ইয়েমেনে জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালেক আল হুথি সৌদি আগ্রাসনের বিরুদ্ধে তার দেশের জনগণকে প্রতিরোধ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, গণমানুষের প্রতিরোধই প্রমাণ করে আমরা সঠিক পথে রয়েছি। আল মাসিরা টিভি চ্যানেলের উদ্ধৃতি দিয়ে ইরানের ফার্স বার্তা সংস্থা এ খবর দিয়েছে। ইয়েমেনে গত প্রায় পাঁচ মাস ধরে যখন সৌদি আরবের বর্বরোচিত আগ্রাসন চলছে তখন এ বক্তব্য দিলেন আনসারুল্লাহ প্রধান।
আব্দুল মালেক আল হুথি শত্রুদের বর্বর ও কাপুরুষোচিত আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনের জনগণের প্রতিরোধের ব্যাপক প্রশংসা করেন। তিনি জোর দিয়ে বলেন, শত্রুরা ইয়েমেনের জনগণের প্রতিরোধের কাছে নিশ্চিত পরাজিত হবে।
জনগণকে উদ্দেশ করে আনসারুল্লাহ নেতা আরো বলেন, শত্রুদের সামরিক শক্তি যত বড়ই হোক না কেন শেষ পর্যন্ত তারা ব্যর্থ হবে। তিনি বন্দরনগরী এডেনে পলাতক সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির সমর্থকদের হামলার কথা উল্লেখ করে বলেন, ওই এলাকার সাম্প্রতিক যুদ্ধে শত্রুরা বিজয়ী হতে পারেনি এমনকি বড় ধরণের চোরাবালিতে তারা আটকা পড়েছে।
এডেনে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল, আল-কায়েদা ও সৌদি আরবের সম্মিলিত অপরাধযজ্ঞের কথা উল্লেখ করে আনসারুল্লাহ নেতা বলেন, সেখানকার নিরীহ মানুষকে গলা কেটে হত্যা কিংবা গণহত্যা চালানোর কোনো ব্যাখ্যা থাকতে পারে না। #
source : abna