আবনা ডেস্ক : মার্কিন স্বতন্ত্র সিনেটর আনগুস কিং বলেছেন, ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতার পক্ষে ভোট দেবেন তিনি। ওই সমঝোতাকে নাকচ করার পথ বেছে নেয়া হলে তা 'অবাস্তব' ও 'বিপদজনক' হবে বলেও জানিয়েছেন তিনি।
আনুগস কিং বলেন, “ইরানের পরমাণু সমঝোতার পক্ষে ভোট দেয়ার মতো কঠিন কোনো সিদ্ধান্ত এর আগে আমি নেই নি।” তিনি বলেন, এ সমঝোতাকে নাকচ করে দেয়া হলে বিকল্প যেসব পথ খুলে যাবে সেগুলো হয় অবাস্তব বা সরাসরি বিপদজনক। কাজেই যতটুকু জানতে ও বুঝতে পেরেছি তার ভিত্তিতে পরমাণু সমঝোতার পক্ষেই ভোট দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই মার্কিন সিনেটর আরো বলেন, কোনো চুক্তিই নির্ভুল হয় না এবং যেকোনো চুক্তিই নাকচ করে দেয়া খুবই সহজ।
এদিকে, ডেমোক্র্যাট দলের সিনেটর টিম কেইন, বিল নেলসন, বারবারা বক্সার, ক্রিস মার্ফি এবং প্যাট্রিক লিয়াহি এ সমঝোতার প্রতি সমর্থন ঘোষণা করেছেন।
যৌথ চূড়ান্ত কর্মপরিকল্পনা বা জেসিপিওএ নামে পরিচিত ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সমঝোতার বিষয়ে আগামী মাসে মার্কিন কংগ্রেসে ভোটাভুটি হবে। গত ১৪ জুলাই অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এ সমঝোতা সই হয়েছে।#
source : abna