আবনা ডেস্ক : ইয়েমেনের সেনারা সৌদি আরবের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত জিজান প্রদেশে প্রতিশোধমূলক হামলা চালিয়ে একটি সৌদি ট্যাংক ধ্বংস করেছে।
আনসারুল্লাহর যোদ্ধা ও তাদের সহযোগী সামরিক ইউনিটগুলো আজ (শনিবার) খুব ভোরের দিকে একটি সৌদি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এইসব হামলায় সৌদিদের কিছু সামরিক সাজ-সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে একই অঞ্চলে গতকাল ইয়েমেনিদের রকেট হামলায় এক সৌদি সেনা নিহত হয়।
ইয়েমেনি সেনারা সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আসির প্রদেশেও একটি সামরিক ঘাঁটির ওপর হামলা চালিয়েছে এক ঝাঁক গ্র্যাড ক্ষেপণাস্ত্র ছুঁড়ে।
একই অঞ্চলের লাহজি প্রদেশের মাসামির জেলায় পলাতক প্রেসিডেন্ট মানসুর হাদির সমর্থক আলকায়দার সন্ত্রাসীদের সঙ্গে ইয়েমেনি সেনাদের সংঘর্ষ হয়েছে। এইসব সংঘর্ষে অন্তত ৩০ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে ইয়েমেনের আলমাসিরা টেলিভিশন গতকাল খবর দিয়েছে। এর আগের দিনও সংঘর্ষে কারেশ এলাকায় আলকায়দার বহু সন্ত্রাসী নিহত হয়। এই অঞ্চলে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা আলকায়দার ৭টি সাঁজোয়া যানও ধ্বংস করে।
এদিকে ইয়েমেনের পশ্চিমাঞ্চলে হুদায়দা প্রদেশের হায়স জেলার একটি স্কুল ও হাসপাতালের ওপর সৌদি বিমান হামলায় অন্তত ৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সৌদি বিমানগুলো হাজ্জা প্রদেশের মিদি জেলায় কৃষি খামারগুলোর ওপর অন্তত ৫ দফা বোমা বর্ষণ করে।
এ ছাড়াও পার্বত্য সাদা প্রদেশের বাকিম জেলায় দশ দফা সৌদি বিমান হামলায় দুজন বেসামরিক ইয়েমেনি নিহত হয়।
ওদিকে গতকাল ইয়েমেনের রাজধানী সানায় আনসারুল্লাহর সমর্থনে ও সৌদি হামলার প্রতিবাদে ব্যাপক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার মানুষ এই মিছিলে যোগ দেয়।#
source : abna