১২ আগস্ট (রেডিও তেহরান): যুদ্ধবিরতি লঙ্ঘন এবং সীমান্তে একজন নারীকে হত্যার প্রতিবাদে ভারতের ডেপুটি হাইকমিশনার জে পি সিংকে তলব করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় সেনাদের গুলিতে আহত ওই নারী (মঙ্গলবার) মারা গেছেন।
ভারতের এ কূটনীতিককে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে কড়া প্রতিবাদ জানিয়েছে ইসলামাবাদ। গত ৮ আগস্ট কাশ্মিরের জানদ্রোত সেক্টরে ভারতীয় সেনাদের গুলিতে ২৮ বছর বয়সী ওই পাকিস্তানি নারী আহত হন। ভারতীয় সেনাদের গুলিতে তার পাকস্থলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
ভারতীয় কূটনীতিকের কাছে পাকিস্তান আরো অভিযোগ করেছে যে, সীমান্ত রেখা বরাবর বিভিন্ন এলাকায় ভারতের সেনারা যুদ্ধবিরতি ভেঙে পাকিস্তানি সেনা ও বেসামরিক লোকজনের ওপর গুলি চালাচ্ছে। এ সম্পর্কে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহে ভারতীয় সেনারা অন্তত ১২ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এ নিয়ে পাক সরকার গভীর উদ্বেগ জানিয়েছে।#
source : irib.ir