আবনা ডেস্ক : ওয়াহাবি-তাকফিরি সন্ত্রাসী দল আলকায়দার বর্তমান নেতা আইমান আজ জাওয়াহিরি তালেবানদের নতুন নেতা মোল্লা আখতার মানসুরের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন।
এক অডিও বার্তায় আনুগত্যের এই ঘোষণা দিয়েছেন জাওয়াহিরি।
জাওয়াহিরি বলেছেন, 'আলকায়দার আমির হিসেবে শেইখ ওসামা বিন লাদেন ও তার শহীদ ভাইদের পথ ধরে আমি আপনার আনুগত্যের শপথ নিচ্ছি, লাদেনের শহীদ ভাইরাও যেমনটি আনুগত্য প্রকাশ করেছিলেন মোল্লা ওমরের প্রতি।'
মানসুরের নেতৃত্ব নিয়ে যখন তালেবানদের মধ্যে কোন্দল ও দ্বন্দ্ব চলছে তখন আল-কায়দা প্রধান এই ঘোষণা দিলেন। তালেবান, আলকায়দা, আননুসরা, আইএসআইএল, আশশাবাব ও বোকোহারামের মত গোষ্ঠীগুলোকে একই আদর্শের অনুসারী বলে মনে করা হয়। ইসলামের শত্রু মহল ও পাশ্চাত্যের মদদে গড়ে তোলা এইসব গোষ্ঠীর নৃশংসতা ও অজ্ঞতাসুলভ আচরণে ইসলামের প্রকৃত মর্যাদা ও সুনাম ক্ষুন্ন হচ্ছে বলে অনেকেই মনে করছেন।
সম্প্রতি আমেরিকার ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বা ডিআইএ’র প্রধান মাইকেল ফ্লাইন স্বীকার করেছেন যে, মার্কিন সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় সিরিয়ায় উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল, আননুসরা ও আলকায়দার আবির্ভাব ঘটিয়েছে এবং এই গোষ্ঠীগুলোকে সহায়তা দিয়ে এসেছে।#
source : abna