১৭ আগস্ট (রেডিও তেহরান): জার্মানির পথ অনুসরণ করে এবার তুরস্ক থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নেয়া হবে বলে ঘোষণা দিল আমেরিকা। অক্টোবরে দেশটিতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েনের মেয়াদ শেষ হবে এবং এরপর তা আর নবায়ন করবে না। ওয়াশিংটন এবং আংকারা যৌথভাবে এ ঘোষণা দিয়েছে।
তুরস্কের মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত বার্তায় বলা হয়েছে, দেশটিতে মোতায়েন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ইউনিটগুলোকে উন্নয়নের জন্য আমেরিকায় ফেরত পাঠানো হবে।
জার্মানি ন্যাটো জোটের সদস্য দেশ তুরস্ক থেকে নিজের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সরিয়ে নেয়া হবে বলে ঘোষণা দেয়ার মাত্র একদিন পর একই ঘোষণা দিল আমেরিকা।
আংকারার অনুরোধে ন্যাটোর মিত্ররা ২০১২ সালে তুরস্কে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছিল। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সেনাবাহিনীর কথিত সম্ভাব্য হামলার হাত থেকে তুরস্ককে রক্ষা করার জন্য এ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছিল।#
source : irib.ir